E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

২০২৩ আগস্ট ১৭ ১৪:২০:২৫
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। যা গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ৮২ জন। এবার কমেছে ৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সকল পদক্ষেপ নিয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানিয়েছেন, এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬শ ৬৩টি কলেজের ২০৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৫শ ১৯ জন ও ছাত্রী ৫৬ হাজার ৩৭১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৪১, অনিয়মিত ১৪ হাজার ৬৮৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫৫ জন রয়েছে।

বোর্ড সূত্র জানায়, ১ লাখ ১০ হাজার ৮৯০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে মোট ২৬ হাজার ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩ হাজার ৯৪৯ জন ও ছাত্রী ১২ হাজার ৩৪২, মানবিক বিভাগে ৭৪ হাজার ৫২জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৪ হাজার ৯৭ জন ও ছাত্রী ৩৯ হাজার ৯৫৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ হাজার ৪৭৩ জন ও ছাত্রী ৪ হাজার ৭৪ জন।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ২৩ হাজার ৯৮২ জন, গাইবান্ধায় ১৫ হাজার ৭৯৬ জন, নীলফামারীতে ১২ হাজার ৭৩৭ জন, কুড়িগ্রামে ১২ হাজার ৩৯৭ জন, লালমনিরহাটে ৭ হাজার ৭৬, দিনাজপুরে ২২ হাজার ২১ জন, ঠাকুরগাঁওয়ে ৯ হাজার ৯২৭ জন এবং পঞ্চগড় জেলায় ৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ধরণের সমস্যা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৫তম এইচএসসি পরীক্ষা এবং আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

(এসএএস/এএস/আগস্ট ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test