E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা, দুই মামা গ্রেফতার 

২০২৩ আগস্ট ১৭ ১৮:৪৮:৩৬
দিনাজপুরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা, দুই মামা গ্রেফতার 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাবা-মা'র নির্দেশে দিনাজপুরে লাবু হোসেন লিমন (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের লিমনের দুই মামাকে পুলিশ আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) গ্রেফতার করেছে।

বুধবার (১৬ আগস্ট) দিনগত রাত ২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লাবু হোসেন লিমন ওই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান,
লিমন একজন মাদকাসক্ত যুবক। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছেন। মাদকের টাকার জন্য প্রায়ই লিমন মা-বাবাকে মারধর, বাড়ীর জিনিসপত্র চুরি করে বিক্রি এবং বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। তার অত্যাচার সহ্য করতে না পেরে বাবা মো. শহিদুল ইসলাম বুধবার তার শ্যালকদের খবর দেন।

খবর পেয়ে মো. হাসমত আলী হাসু (২৬) ও মো. হায়দার আলী (৫৫) এসে ভাগিনাকে বেধে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে গুরুত্বর আহত করেন। এক পর্যায়ে লিমনের অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স ডেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনায় পুলিশ মো. হাসমত আলী হাসু ও মো. হায়দার আলীকে আজ গ্রেফতার করে পুলিশ। তারা উভয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জয়দেবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

ওসি বজলুর রশিদ আরো জানান,, লিমনের মরদেহ উদ্ধার করে সুরওহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন চলছে।

(এস/এসপি/আগস্ট ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test