E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু 

২০২৩ আগস্ট ২০ ১৬:৫১:১৮
হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর হিলিতে ট্রেনে কাটা পড়ে নয়ন হোসেন (৩৭) নামের এক রেলওয়ে বুকিং সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় তিনি রেললাইন দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। 

আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় হিলির ডাঙ্গাপাড়া এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস টেনে কাটা পড়ে তিনি মারা যান। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির ডাঙ্গাপাড়া গবিন্দপুর গ্রামে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া।

হাকিমপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল এসআই রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, নয়ন বাবু হিলি রেল স্টেশনে বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালেও তিনি হিলি রেল স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে অটোতে করে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হয়। ডাঙ্গাপাড়া রেলস্টেশন এলাকায় অটো থেকে নেমে একা রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় সেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নয়নের মরদেহ উদ্ধার করে সুরত হাল শেষে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

(এস/এসপি/আগস্ট ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test