E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা শুরু

২০২৩ আগস্ট ২০ ২০:০০:২৩
দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : "গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই শ্লোগানে দিনাজপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৩।

রবিবার (২০ আগষ্ট) বিকেলে বণার্ঢ্য ব্যালির মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন,দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। দিনাজপুর জেলা প্রশাসকের চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে দিনাজপুর বড় ময়দানে মেলা চত্বরে শেষ হয়। পরে দিনাজপুর বড় ময়দানে ফিতা কেটে মেলার দ্বার উন্মোচন এবং বেলুন উড়িয়ে মেলার করেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।

দিনাজপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. বশিরুল- আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম সহ অন্যরা বক্তব্য রাখেন।

মেলার উদ্বোধনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয়।

মেলায় ফলজ, বনজ ঔষধি বৃক্ষের ৪০টি স্টল বসেছে। মেলা চলবে ৩০ আগষ্ট পর্যন্ত।

(এসএএস/এএস/আগস্ট ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test