E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সবুজবাগে ডাকাতি, আহত ১

২০১৪ নভেম্বর ০২ ১০:৫১:৩৭
সবুজবাগে ডাকাতি, আহত ১

স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগের একটি বাসায় ডাকাতি হয়েছে। রবিবার ভোর রাতে ৮০/জ/৩ নং বাসাবো কদমতলা সবুজবাগের মহিন সাহেবের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক মহিনের বাসায় ৪ জন ডাকাত প্রবেশ করলে বাড়ির লোকজন ভয়ে চিৎকার শুরু করে। এসময় একই ফ্লাটের পাশের ভাড়াটিয়া স্বপন চন্দ্র (৩০) চিৎকার শুনে ছুটে আসার মুহূর্তে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্বপন ঢাকা স্টক একচেঞ্জের কম্পিউটার সেকশনে কাজ করে বলে জানা গেছে।

আহতের বড় ভাই তপন চন্দ্র দাস জানান, ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে ৫/৬ ডাকাতদল মুখোশ পড়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এসময় স্বপন প্রতিবাদ করতে গেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ডাকাতরা বাড়িওয়ালার বাসা থেকে ৮৫ হাজার টাকা এবং মালামাল লুট করে।

সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ডাকাতির ঘটনায় মহিম ও স্বপন একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ওস/এইচআর/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test