E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত 

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৬:১১:৫৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কে রাস্তা পারাপারে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটা সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী বিউটি খাতুন (৩২)।

বিউটি খাতুন ভোগড়া এলাকায় ফারদার ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কে রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ গামী র‍্যাংগস্ মটরস এর ট্রাক বিউটি খাতুনকে ধাক্কা দিলে বিউটি খাতুন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এঘটনায় ট্রাক চালক সেলিমকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test