E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৭:৩৯:২৬
দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনাজপুর জেলা কমিটির আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।

বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহ আলম শাহী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক শামীম চৌধুরী, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক লাল মিয়া, বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ রাজা ও সংগীত বিশেষজ্ঞ আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, খোরশেদ আলম তরু, মাসুদা খাতুন, জয়ন্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. আব্দুল কুদ্দুস সরকার, সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুল, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রহমান জুয়েল, প্রশান্ত রায়, শামীম রাজা, হুমায়ুন সম্রাট, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাতেম আলী, নাট্য সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, নৃত্য সম্পাদক, পল্লব সরকার সহ অন্যরা।

আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬ তম জন্মদিন উদযাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, 'বঙ্গবন্ধু একটি সাংস্কৃতিক আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে রূপ দিয়েছিলেন। জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণের পর অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক করনে নিকৃষ্টভাবে জড়িত ছিলেন। আমরা যদি আমাদের সাহিত্য সংস্কৃতি হারিয়ে ফেলি তাহলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সাংস্কৃতিক উন্নয়ন অনুস্বীকার্য। একটি দেশের সংস্কৃতি যত উন্নত সে দেশ তত উন্নত। উন্নত দেশের কাতারে সামিল হতে গেলে আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে হবে। বর্তমান সরকার সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test