E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

২০২৩ অক্টোবর ০৩ ১৯:১৫:০৯
ফরিদপুরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২ অক্টোবর দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্য মানের ৯৭ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিবুল হোসেন ওরফে নাজমুল (৫২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি স্কুটি জব্দ এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ বিকালে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্য মানের ২২ (বাইশ) বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (৩১) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের মধুখালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test