E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দিনাজপুরে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৩ অক্টোবর ০৭ ১৫:২১:০৯
দিনাজপুরে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সদর উপজেলার শেখপুরা গ্রামের বাড়ি থেকেআতাউর রহমান (৩৫) নামের এই কনস্টেবলের মরদেহটি উদ্ধার করা হয়।

আতাউর রহমান দিনাজপুর সদরের শেখপুরা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরগাঁও, জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কনস্টেবল আতাউর রহমানের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আতাউরের পারিবারিক সুত্রের বরাত দিয়ে তিনি বলেন, রংপুরে বদলি জনিত কারণে ছুটিতে ছিলেন কনস্টেবল আতাউর রহমান। ৮ অক্টোবর রোববার তার কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু এর আগেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

নিহত আতাউরের পরিবার জানায়, প্রায় ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় আতাউর।তখন থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন আতাউর।

(এসএএস/এএস/অক্টোবর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test