E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতা দেশের সকল অর্জনকে ধ্বংস করবে’

২০২৩ অক্টোবর ১৮ ১৭:৩৫:৪০
‘জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতা দেশের সকল অর্জনকে ধ্বংস করবে’

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দৈনিক কালবেলা পত্রিকার বষৃপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রীর পুত্র সাকিবুর রহমান কনক শরীফ বলেছেন, জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতা আমাদের দেশের সকল অর্জনকে ধ্বংস করবে। তাই প্রত্যেক মানুষকে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে জঙ্গিবাদ বিরোধী হতে হবে। দৈনিক কালবেলা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করে চলেছে।

তিনি বলেন, গ্রহণযোগ্য, বাস্তববাদী, নিরপে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয় জয় করে তাদের আস্থা ও ভালোবাসায় নবযাত্রার এক বছর পার করল দেশের শীর্ষ ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা।

বর্ণাঢ্য আয়োাজনে ঈশ্বরদীতে কালবেলা পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর ) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কালবেলার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকু'র সভাপতিত্বে ও ঈশ্বরদী প্রেসক্লবের কোষাধক্ষ্য এবং জাগো নিউজ ২৪ ডটকম ও মানবকন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আঃলীগের সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী, খাইরুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খাইরুল ইসলাম ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু।

ঈশ্বরদী প্রেসক্লবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জনকন্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক আবুল হাশেম, দৈনিক বাংলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মিশুক প্রধান, সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, ঢাকা প্রতিদিনের ঈশ্বরদী প্রতিনিধি মাহফুজুর রহমান শিপন, দ্যা মর্নিং গ্লোরি’র প্রতিনিধি দেওয়ান সবুজ, দৈনিক মুক্ত খবরের ঈশ্বরদী প্রতিনিধি এসএম শিশির মাহমুদ, গ্লোবাল টিভির প্রতিনিধি ইয়াসিন শেখ, বিডিভিউজ এর স্টাফ রিপোর্টার এসএম রিমন হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ঈশ্বরদী প্রতিনিধি মাহবুবুর রহমান মিঠুন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test