E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০২৩ নভেম্বর ০৪ ১৯:২৪:০১
চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : 'পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি'  এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং যৌথ আয়োজনে আজ শনিবার সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এ র‍্যালিতে জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, চাঁদপুর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি রোটাঃ ডাঃ এসএম সহিদ উল্লাহ, সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটাঃ শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেনসহ কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশ সদস্যবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(ইউএইচ/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test