E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন আনসার ভিডিপির নারী সদস্যরা

২০২৩ নভেম্বর ০৬ ১৭:৫৩:১১
পলাশবাড়ীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন আনসার ভিডিপির নারী সদস্যরা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে আনসার ভিডিপির ওয়ার্ড দলনেতা উম্মে হানীর নেতৃত্বে কৃষকের ধান কেটে সহযোগিতা করলো আনসার ভিডিপির সদস্যরা। আর্থিক সংকটে পড়ায় অসহায় কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছেন তারা।

আজ সোমবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের দেবত্তর কলাগাছী গ্রামের কৃষক পলাশ মন্ডলের জমির পাকা ধান কাটতে দেখা যায় নারী আনসার সদস্যদের।

কৃষক পলাশ মন্ডল জানান, কয়েকদিন থেকেই জমির পাকা ধান নিয়ে চিন্তায় ছিলাম, শ্রমিক নেওয়ার মত হাতে টাকা পয়সাও নেই। নারী আনসার সদস্য এসে ধান কেটে দেওয়াতে আমার খুবই উপকার হলো।

আনসার ভিডিবির ওয়ার্ড দলনেতা উম্মে হানী জানান, অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে, মৌসুম জুড়েই আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আব্দুল আউয়াল জানান, আমাদের নারী আনসার ভিডিপির সদস্যরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে এটা অবশ্যই ভাল দিক। আগামীতেই আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

(আরআই/এসপি/নভেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test