E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জেলাজুড়ে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাট থেকে যাচ্ছে দেড় লাখ মানুষ

২০২৩ নভেম্বর ১২ ১৮:৪৫:৫১
প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাট থেকে যাচ্ছে দেড় লাখ মানুষ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : রাত পোহালেই খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। দীর্ঘ ৫ বছর পর দক্ষিণঞ্চলে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে বাগেরহাট জেলাজুড়ে। এরইমধ্যে প্যানা, ব্যানার, ফেস্টুনে ও তোরনে ছেয়ে গেছে বাগেরহাট শহর। করা হয়েছে চোখ ধাধানো আলোকসজ্জা। দেড় লাখ লোক নিয়ে খুলনার জনসভায় যোগ দিতে আওয়ামী লীগ সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি প্রতিদিনই চলছে মিছিল ও রোডশো।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। প্যানা, ব্যানার, ফেস্টুনে ও তোরণে ছেয়ে গেছে বাগেরহাট শহরসহ প্রতিটি উপজেলা। করা হয়েছে চোখ ধানানো আলোকসজ্জা। বাগেরহাটবাসীসহ দলীয় নেতাকর্মীদের মাঝে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ। এ জেলা থেকে দেড় লাখ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুলনায় প্রধামন্ত্রীর জনসভায় যোগ দেবেন।

বাগেরহাটের রাজনৈতিক অবিভাবক এমপি শেখ হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় ও বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের তত্ত্বাবাধানে জেলা, উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষ মুহুর্তের প্রস্তুতি শেষ করেছেন। ব্যাপক প্রস্ততিতির অংশ হিসেবে ৫টি লঞ্চের পাশাপাশি দুই হাজার বাস-ট্রক ছাড়াও অন্যান্য যানবাহনে করে সোমবার সকার থেকে দেড় লাখের অধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুলনা সার্কিট হাউজ ময়দানে পৌঁছাবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার জনসভাটি গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা শুনতে দলীয় নেতাকর্মী ও সর্মথকদের মধ্যে উৎসবের আমেজ আমেজ বিরাজ করছে বলে জানান বাগেরহাট আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

(এস/এসপি/নভেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test