E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

প্রথমবার সাড়ে ৬০ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশী জাহাজ 

২০২৩ নভেম্বর ১২ ১৮:৫২:১০
প্রথমবার সাড়ে ৬০ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশী জাহাজ 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একিিট বড় চালান আউটবার (বহিনোঙ্গর) ফেয়ারওয়েতে নোঙ্গর করেছে। লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি মানা নামের বিশাল এই মাদার ভেসেলটি ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে সরাসরি মোংলায় আসার খবর নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো একিিট বড় চালান মোংলা বন্দরের আউটবার (বহিনোঙ্গর) ফেয়ারওয়েতে নোঙ্গর করেছে। কয়লার এতাবড় চালান মোংলা বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে আসেনি। বন্দরের আউটবারে (বহিনোঙ্গর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে। জাহাজে থাকা ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লার মধ্যে ফেয়ারওয়েতে জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন লাইটার কার্গোতে খালস করা হয়েছে। এরপর বাকি ২৯ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে শনিবাপর রাতে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙ্গর করেছে বলে জানান এই বন্দর কর্মকর্তা।

(এস/এসপি/নভেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test