E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্বাচনী  সভা অনুষ্ঠিত

২০২৩ নভেম্বর ১৩ ১৯:০৬:৫৩
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্বাচনী  সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার সকাল ৮.৩০ মিনিটে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ী ইসমাইল খান এর বাড়ির সামনে কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ গিয়াস ফকিরের সভাপতিত্বে এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া চাওয়ার পাশাপাশি বর্তমান সরকারের পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এর পূর্বে তিনি কৃষ্ণপুর- ভাষানচর ইউনিয়নের কৃষ্ণপুর ইউপির চরযাত্রাবাড়ী ইসমাইল খানের বাড়ির সামনে এইচবিবি রাস্তার মাথা হতে ভাষানচর ইউপির হাওলাদার ডাঙ্গী গুচ্ছগ্রাম যাওয়ার রাস্তা জলিল হাওলাদারের বাড়ি পর্যন্ত (১০০০.০০ মিঃ) রাস্তা এইচবিবি করণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

(ডিসি/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test