E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নীলফামারীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

২০২৩ নভেম্বর ১৫ ২২:১৩:০৯
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নীলফামারীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : আগামী ৭ জানুয়ারি রবিবার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ। আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার  কাজী হাবিবুল আউয়ালের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শেষ হওয়ার পর পরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেছে। আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিলে অংশ নিয়েছে।

দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করেছে। মিছিল শেষ হয় শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান চত্বরে, এখানে সংক্ষিপ্তভাবে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত হলে নেতা-কর্মদের মিষ্টি খাওয়ানো হয়।

(ওআরকে/এএস/নভেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test