E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোংলা বন্দর চ্যানেলে ডুবে যাওয়া কার্গোর কয়লা অপসারণ শুরু

২০২৩ নভেম্বর ১৮ ১৮:৫৪:৪৪
মোংলা বন্দর চ্যানেলে ডুবে যাওয়া কার্গোর কয়লা অপসারণ শুরু

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দর চ্যানেল পশুর নদে ডুবে যাওয়া লাইটর জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা অপসারণ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর থেকে এক্সকাভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিথিলির মধ্যে বন্দরের পশুর চ্যানেলে থাকা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি দুবাই নাইট’ জাহাজ থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাবার পথে হারবাড়িয়ার চরকানা এলাকায় তলা ফেটে ডুবে যায় লাইটার জাহাজটি। তবে এ ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

লাইটর জাহাজটির মালিক কর্তৃপক্ষ জানান, লাইটর জাহাজটি ডুবে যাওয়ার ২৭ ঘণ্টা পর জাহাজ থেকে কয়লা অপসারণের কাজ শুরু করা হয়েছে। কয়লা উত্তোলন কাজে ফারহা নামক একটি টাকবোট ও উত্তোলনকৃত কয়লা রাখার জন্য মা বুশরা নামের অপর একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে। চার থেকে পাঁচ দিনের মধ্যে সব কয়লা উঠানো সম্ভব হবে। কয়লা উঠানোর পর ডুবে যাওয়া লাইটর জাহাজটি উত্তোলন করা হবে।

(এস/এসপি/নভেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test