E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরগঞ্জে বোতলসদৃশ বস্ত বিস্ফোরণে একই পরিবারের আহত ৪

২০২৩ নভেম্বর ১৯ ০০:১৫:৩৫
সুন্দরগঞ্জে বোতলসদৃশ বস্ত বিস্ফোরণে একই পরিবারের আহত ৪

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জে বোতলসদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ বিস্ফোরণ ঘটনা ঘটে।

আহতরা হলেন জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭)।

স্থানীয়রা জানান, দুপুরে তিস্তা নদীর চরে ভুট্টার জমি দেখতে যান আব্দুল হাকিম ভুট্ট। এ সময় তিনি নদীতে ভেসে আসা একটি বোতল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটি বাড়িতে এনে বিকেলে দা দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে বড় ছেলে ফারুকের বাম হাতের কবজি ও ছোট ছেলে রিপনের ডান চোখ এবং বুকে জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুবর্ণা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, কুড়িয়ে পাওয়া বস্তুটি গুপ্তধন ভেবেছিল আহতরা।

(এসআইআর/এএস/নভেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test