E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

২০২৩ নভেম্বর ২৩ ১৮:৪০:৩১
বাগেরহাটে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে সোনিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর কদমতলা গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদার (৩৫) বাড়ী ছেড়ে পালিয়ে গেছে।

নিহত সোনিয়া বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের মেয়ে। ৫-৬ বছর আগে শরণখোলার উত্তর কদমতলা গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় তার। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, স্বামী সাদ্দাম হোসেন পরকিয়ায় আশক্ত। এনিয়ে দীর্ঘদিন ধরে এই দম্পত্তির মধ্যে কলহ চলছিল। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায় সোনিয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এঘটনায় নিহতের ভাই আল-আমীন হাওলাদার বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এস/এসপি/নভেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test