E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে বালিয়া গ্রামে অগ্নিকাণ্ড, ৩ বসতঘর ভস্মীভূত

২০২৩ নভেম্বর ২৬ ১৮:৪৮:৫২
চাঁদপুরে বালিয়া গ্রামে অগ্নিকাণ্ড, ৩ বসতঘর ভস্মীভূত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ২৬ অক্টোবর রাত দুইটার সময় চান্দ্রা-চৌরাস্তা এলাকার দক্ষিণ বালিয়া গ্রামের মৃত রৌশন আলী মিজি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটের মুনাফ মিজির ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিস টীম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঐ সময়ে সম্পূর্ণভাবে পুড়ে যায় ৩ বসতঘর। এতে মুনাফ মিজি, আমির হোসেন মিজি ও মানিক মিজির বসতঘর সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।বিষয়টি সদর ইউএনওকে অবহিত করেছেন।

চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারই অসহায়।সরকারিভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন তিনি।

(ইউএইচ/এসপি/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test