E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর পেলেন নৌকার টিকিট

২০২৩ নভেম্বর ২৬ ২২:৩৯:৩৭
নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর পেলেন নৌকার টিকিট

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী-২ আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বরেণ্য অভিনেতা বীর মুক্তিযোদ্ধা  আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর এই আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে সংস্কৃতি বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোট গ্রহণ হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারিত হওয়ায় ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন আসাদুজ্জামান নূর। এ উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে৷ স্থানীয় আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ওইদিন সকাল সাড়ে দশটায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানানো হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।

(ওআরকে/এএস/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test