E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কচুয়ায় জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

২০২৩ নভেম্বর ২৭ ১৭:২৬:৫৯
কচুয়ায় জামায়াতের ৬ কর্মী গ্রেফতার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় জামায়াতের ৬ কর্মীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। আজ সোমবার বিকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়ী সংলগ্ন রাস্তায় নাশকতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, কচুয়া পৌরসভাধীন মাছিমপুর মিয়াজী বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে মো. মঈন উদ্দিন (২৩), মনপুরা বলি মাহমুদ হাজী বাড়ীর আবুল বাসারের ছেলে সাব্বির হোসেন (২১), ঘাগড়া প্রধানীয়া বাড়ির মো. ইব্রাহিমের ছেলে মো. খালেদ (৩০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বরকনদাজ বাড়ীর মৃত সালামত উল্লাহর ছেলে মো. আবু নোমান (৫৪), কুমিল্লা জেলার হোমনা
উপজেলার মাথাভাঙ্গা এলাকার ছয়ফুল্লাকান্দি হাজী বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৪০), ফেনী জেলার পরশুরাম উপজেলার বাউরখুমা অহিদ মাস্টার বাড়ির তাহের আহম্মেদের ছেলে মো. তাজুল ইসলাম (২৩)।

কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

(ইউএইচ/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test