E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহ মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

২০২৩ নভেম্বর ২৯ ১৭:১০:১৬
ময়মনসিংহ মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

নীহার রঞ্জন কুন্ডু, মময়মনসিংহ : ময়মনসিংহ মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ২০২৩ বুধবার সকালে অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর বুধবার ময়মনসিংহ মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজে  নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ মহাকালী গার্লস স্কুল ও কলেজের অধ‍্যক্ষ জিয়া উদ্দিন শাকির এর সভাপতিত্বে এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন মহাকালী গার্লস স্কুল ও কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ‍্যাপক আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক আ. ন. ম হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক নুরুল আলম, সিনিয়র প্রভাষক আয়েশা আক্তার । আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক মো: দিদার মাহমুদ ।

উল্লেখ্য, ময়মনসিংহ মেয়র এই শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের জন্য সিটি করর্পোরশনের পক্ষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে একলক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন, তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তার দান অব্যাহত থাকবে বলেও বলেন। চেক গ্রহন করে অত্র প্রতিষ্ঠানের অধ্যাক্ষ জিয়া উদ্দীন শাকির। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।

(এনআরকে/এএস/নভেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test