E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুর সদরে গুরুর বিরুদ্ধে শিষ্যের মনোনয়নপত্র দাখিল

২০২৩ নভেম্বর ৩০ ১৮:৫৫:৪১
দিনাজপুর সদরে গুরুর বিরুদ্ধে শিষ্যের মনোনয়নপত্র দাখিল

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর(সদর)-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত হেভিওয়েট প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী  হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন, তারই একসময়ের বিশ্বস্ত কর্মী বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এর কাছে কাঞ্চন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এক সময় দিনাজপুর (সদর)-৩ আসনের নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের দুইবারের হুইপ ইকবালুর রহিমের বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। কেউ কেউ কাঞ্চনকে হুইপ ইকবালের ডান হাত হিসেবেও আখ্যা দিতেন।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে জোড়া খুন এবং কিছু অভ্যন্তরীণ বিষয়ে হুইপ ইকবালের সাথে কাঞ্চনের সম্পর্ক বিনষ্ট হয়। কাঞ্চনকে জেলেও থাকতে হয় বেশ কিছুদিন তাদের সম্পর্ক এখন 'সাপে নেইলে।'

কিন্তু আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে কোনো আপত্তি না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এবিষয়ে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেন, 'ধনী-গরীব, দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দিনাজপুরের মানুষের কল্যাণে আমি জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।' তিনি সদর আসনের ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের সকল মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সারাজীবন থাকবো। মানুষের উন্নত জীবন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করাই আমার লক্ষ্য।

গত বুধবার রাতে আপনাকে (বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন) বাসা থেকে পুলিশ কি কারণে ধরে নিয়ে গিয়েছিল এবং ২ ঘন্টা পর কি কারণেই আবার ছেড়ে দিয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা সবই জানেন এবং বুঝেন। আমি নির্বাচিত হওয়ার পর আপনাদের এই প্রশ্নের উত্তর দিবো। এরপর তিনি জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

(এসএএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test