E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মনোনয়নপত্র দাখিল করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

২০২৩ নভেম্বর ৩০ ১৯:০৪:২০
মনোনয়নপত্র দাখিল করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী উপজেলা রিটার্নিং অফিসার মোঃ ডালিম সরকারের হাতে দিনাজপুর -২-বিরল বোচাগঞ্জ নিজ সংসদীয় আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণ মাধ্যম থেকে শুরু করে সারাদেশে নির্বাচণী আমেজ শুরু হয়েগেছে। মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য আলোচনা করছে না। কৃষকরাও মাঠে নিজেদের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করছে। বাংলাদেশে নির্বাচণী একটা ঝড় উঠে গেছে এই ঝড় কেউ থামাতে পারবে না। ৭ জানুয়ারী নির্বাচন হবে এবং উৎসব মুখর পরিবেশেই অংশগ্রহন মুলক নির্বাচন হবে।

(এসএএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test