E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী

২০২৩ নভেম্বর ৩০ ১৯:৫৯:৩৩
বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে ৩০ প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলায়  মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৪, জাতীয় পার্টির ৪, তৃর্ণমূল বিএনপির ৪, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৪, জাকের পার্টির ৩, ন্যশনাল পিপস পার্টি (এনপিপি) ২, বাংলাদেশ কংগ্রেস ২, জাসদ ১, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ২ , স্বতন্ত্র ২ ও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী দুই প্রার্থী হলেন, বাগেরহাট- ৩ রামপাল- মোংলা আসনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী (স্বতন্ত্র) ও বাগেরহাট- ৪ মোরেলগঞ্জ- শরণখোলা আসনে বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় সভাপতি মো. জামিল হোসাইন (স্বতন্ত্র)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে ৩০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাগেরহাট- ১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে ৮ জন, বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনে ৬ জন, বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) আসনে ৮ জন, বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাগেরহাট- ১ আসন : আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন, মোল্লাহাট উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো. কামরুজ্জামান, তৃর্ণমূল বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মো. মাহফুজুর রহমান, জাকের পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম মোস্তফা ফারুক (চান), জেলা বিএনএম সদস্য মো. মনজুর হোসেন শিকাদার, এনপিপি’র কেন্দ্রীয় সদস্য বাসুদেব গুহ, বাংলাদেশ কংগ্রেসের জেলা সদস্য কাজী রবিউল ও একই বাংলাদেশ কংগ্রেসের মোংলা উপহেলা সদস্য এইচ এম আতাউর রহমান।

বাগেরহাট- ২ আসন : আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক হাজরা শহীদুল ইসলাম বাবলু, তৃর্ণমূল বিএনপি’র ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম সুলতানা, জেলা বিএনএম সভাপতি সোলায়মান শিকাদার, জাকের পার্টির জেলা সভাপতি খান আরিফুল রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম আজমল হেসেন (স্বতন্ত্র।

বাগেরহাট- ৩ আসন : আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সদস্য পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, মোংলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, তৃর্ণমূল বিএনপি’র কেন্দ্রীয় সহ সভাপতি মেনোওয়াল সরকার, মোংলা উপজেলা বিএনএম সদস্য সুব্রত মন্ডল, জেলা জাসদের সদস্য শেখ নূরুজ্জামান মাসুম, বাংলাদেশ কগ্রেসের জেলা সদস্য মফিজুল ইসলাম গাজী, দলীয় মনেসানয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী (স্বতন্ত্র), রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নিজাম উদ্দিন আহমেদ (স্বতন্ত্র)।

বাগেরহাট- ৪ আসন : আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা সাজন কুমার মিস্ত্রী, তৃর্ণমূল বিএনপি’র জেলা সদস্য লুৎফুন নাহার বিক্তা, জেলা বিএনএম সদস্য রেজাউল ইসলাম রাজু, জেলা জাকের পার্টির কৃষক ফ্রন্টের সভাপতি মো. বাদল রেজা, এনপিপি’র জেলা কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতক মুক্তিজোটের জেলা সদস্য মুহাম্মদ বদরুজ্জামান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় সভাপতি মো. জামিল হোসাইন (স্বতন্ত্র)।

(এসএসএ/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test