E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খুলনার কয়রায় বিএমএসএফ`র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

২০২৩ ডিসেম্বর ০২ ১৩:৪১:৪৯
খুলনার কয়রায় বিএমএসএফ`র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

একে আজাদ, বিশেষ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ৭ম বারের মতো খুলনার কয়রা উপজেলায়  বিজয় শোভাযাত্রা উদযাপন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ।

শুক্রবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় জাতীয় পতাকা সুসজ্জিত করে উপজেলার ডাকবাংলা থেকে উপজেলা মোড় পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সুন্দরবন ভ্রমণ। অসহায়দের মাঝে অনুদান প্রদান,মুক্তিযোদ্ধাদের জন্য জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল।

দিনটি উপলক্ষে নানান আয়োজনের মধ্যে ছিল সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণ। সন্ধ্যায় ডাকবাংলোর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয় ও দেশ সেরা সাংবাদিক সংগঠনের সম্মাননা দেওয়া হয়। আলোচনার প্রথমে কুরআন থেকে তেলওয়াত ও মুক্তিযোদ্ধাদের সরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক আলাপ আলোচনা করা হয়। সুকলে একত্রিত জাতীয় সংগীত পাঠ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের থিম সং পরিবেশন করেন।

এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি ও অধিকার রক্ষায় বিএমএসএফ ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

(একে/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test