E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সৈয়দপুরে 'উদ্ভাবনের আনন্দে' মেতেছে শিশুরা

২০২৩ ডিসেম্বর ০২ ১৯:৪৬:৪৫
সৈয়দপুরে 'উদ্ভাবনের আনন্দে' মেতেছে শিশুরা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দপুরের শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক বিজ্ঞানমেলা 'উদ্ভাবনের আনন্দে' অনুষ্ঠিত হয়েছে। মেলায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৩ টি স্কুলসহ সৈয়দপুরের হোপ ইন্টারন্যাশনাল স্কুল, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব-অর্ডিনেট প্রাইমারি স্কুল, আল-ফারুক একাডেমী, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে।

বিজ্ঞানমেলায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আদনান হোসাইন উপস্থিত ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মমিনুর রহমান এবং সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আদনান হোসাইন জানিয়েছেন, বিজ্ঞানমেলায় আসা প্রতিটি শিক্ষার্থীর মাঝেই আমি অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এভাবেই সৈয়দপুরসহ বাংলাদেশের প্রতিটি জেলায় শিক্ষার উন্নয়নের আমরা কাজ করে যাবো আশা করছি।

উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসাইন বলেন, এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে আমি বেশ আনন্দিত। আমি ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনকে এ ধরণের আয়োজন বারবার করার জন্য আহবান জানাবো। শিক্ষার্থীরা বিজ্ঞানমেলায় অসাধারণ সব উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে আসার পাশাপাশি সকলের সামনে সেগুলো উপস্থাপনা করার সুযোগ পায়।

এছাড়াও দ্যা কাইটস একাডেমী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অসাধারণ একটি পরিবেশ সচেতনতামূলক অভিনয় ও জাদুখেলারও আয়োজন ছিল বিজ্ঞান মেলাটিতে। এবছর বিজ্ঞানমেলায় সাব-অর্ডিনেট প্রাইমারি স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও রানার আপ হয় আইএইচএফ স্কুল নুরনগর ও বাঁশবাড়ি শাখার দল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদের মাঝে মেডেলসহ বিভিন্নরকম উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। এবারের বিজ্ঞান মেলায় সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিলেন কালারস এবং আল মাতরুসী।

(ওআরকে/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test