E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরা ৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী রুবেল হোসেনের গণসংযোগ

২০২৩ ডিসেম্বর ৩০ ১৯:১৭:৪৭
সাতক্ষীরা ৩ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী রুবেল হোসেনের গণসংযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা ৩ আসনে তৃণমূল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল হোসেনের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে।

আজ শনিবার দুপুর দুটো থেকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা, বুধহাটা বাজার, গাজীরহাট, পাইথলী বাজার ও কুল্যা ইউনিয়নের দাদপুর, কুল্যার মোড়, আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা, সবদালপুর, কালিবাড়ী বাজার, সোদকোনা, শোভনালী ইউনিয়নের নৈকাটি, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার, ফকরাবাদ, বামনডাঙ্গা মৎস্য সেড ও বুড়িয়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী ওয়ার্কিং কমিটির প্রধান মোঃ ফজলুল হক, শ্রীউলা ইউনিয়নের মোঃ মহিজুল ইসলাম, বুধহাটা ইউনিয়নের সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান , আরিফ বিল্লাহ, প্রতাপনগর ইউনিয়নের সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান,শোভনালী ইউনিয়নের সমন্বয়কারী আলামিন হোসেন, আশাশুনি সদর ইউনিয়নের সমন্বয়কারী আশরাফ আলী, সাইদুল ইসলাম প্রমুখ।

গণসংযোগকালে তিনি বলেন, সিন্ডিকেড করে একটি চক্র মজুতদারির মাধ্যমে নিত্যপ্রয়েজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। কৃষক ন্যয্য ধানের দাম না পাওয়ায় বিক্রি করতে পারছে না। রাস্তায় ইজিবাইক, মোটর ভ্যান, ব্যাটারীচালিত ভ্যান, মটর সাইকেল আটক করে বাস মালিকদের শ্রমিক ও প্রশাসন ইচ্ছামত চাঁদাবাজি করছে। এতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সোনালী আশ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদি।

(আরকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test