E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবার পেল কম্বল 

২০২৪ জানুয়ারি ১৩ ১৪:৪০:৫৫
কোটালীপাড়ায় ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবার পেল কম্বল 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়ায় বেস্টা ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বেস্টা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান টিটুর গ্রামের বাড়ি কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের নিজ বাড়িতে শনিবার এসব কম্বল বিতরণ করা হয়।

হাবিবুর রহমান টিটুর মা প্রধান অতিথি সমাজ সেবিকা হালিমা বেগম অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব কম্বল তুলে দেন ।
এ সময় অপরাজেয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন হাওলাদার লিটু, ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার, বীর মুুক্তিযোদ্ধা আলমগীর হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার বলেন, ব্যবসায়ী হাবিবুর রহমান টিটু আমার চাচাতো ভাই। সে প্রতিবছরই শীতের সময় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এরই অংশ হিসেবে এবছরও কম্বল বিতরণ করলো। আশা করছি আগামীতেও তার এই কর্মকান্ড অব্যাহত রাখবেন।

(এমএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test