E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মুকসুদপুরে ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ

২০২৪ জানুয়ারি ২১ ১৬:৫০:৪৪
মুকসুদপুরে ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নন্দিনী বিশ্বাস (৯) নামে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে হত্যার অভিযাগ উঠেছে। তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছে তার পরিবার। সে ভাবড়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।এ সময়ে বাড়িতে কেবলমাত্র ওই শিশুটিই ছিল।

রবিবার (২১ জানুয়ারী) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির পিতা বিজন বিশ্বাস জানান, সে ও তার স্ত্রী সকালে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলেটিও স্কুলে চলে যায়। বাড়িতে কেবলমাত্র মেয়েটি ছিল।বাড়ির পাশে মেয়েটি পড়ে রয়েছে এমন খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে মুকসুদপুর হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।মেয়েটির গলায় তখন আর চেইনটি খুঁজে পাওয়া যাযনি।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টেমের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।এই ঘটনায় থানায় এখোনো কোন অভিযোগ দায়ের হয়নি বলে তিনি জানান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test