E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বড়লেখা পৌরসভায় সমাজ কল্যান মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ১২ ১৫:২৯:৫০
বড়লেখা পৌরসভায় সমাজ কল্যান মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে কাজ করলে পৌরসভায় নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নে কোন সমস্যা থাকবে না। বর্তমানে বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে বিভিন্ন পৌরসভায় নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বড়লেখা পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পৌরসভায় নাগরিকদের স্যানিটেশন, বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা, জলাবদ্ধতা সহ নতুন ভবন তৈরীর সময় আগামী একশত বছরের চিন্তা মাথায় রেখে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের আহবান জানান।

পৌর মেয়র ফখরুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলর কায়ছার পারভেজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ, শামীম আহমদ, আব্দুল হাফিজ ললন প্রমুখ।

এর আগে মন্ত্রী অসুস্থ বড়লেখার সাবেক সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলামের বাসায় গিয়ে তার শারীরীক খোজঁ খবর নেন।

(এলএস/এটিআর/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test