E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ছেলেকে সহায়তা করার অভিযোগে শিক্ষককে অব্যহতি  ৩৫ হাজার টাকা জরিমানা

২০১৪ নভেম্বর ১৫ ২৩:১২:৩৩
ছেলেকে সহায়তা করার অভিযোগে শিক্ষককে অব্যহতি  ৩৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহাজাদপুরে পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে চলতি জেএসসি পরীক্ষায় নিজের ছেলেকে সহায়তা করার অপরাধে হুমায়ন কবীর নামের এক শিক্ষককে ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার টাকা জরিমানাসহ  দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

শনিবার শাহজাদপুর ইব্রাহীম বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমান আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, উপজেলার শ্রীফলতলা জে এস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিজের স্বজনদের পরিচয় গোপন রেখে চলতি জে এস সি পরীক্ষায় ইব্রাহীম বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নেয়। এর পর থেকে উক্ত পরীক্ষা কেন্দ্রে তার নিজ ছেলেকে অবৈধ ভাবে সার্বিক সহযোগীতা করে আসছিলো।

শনিবার বাংলা পরীক্ষা চলাকালিন সময়ে হাতে নাতে তাকে ধরা হয়। পরবর্তিতে সে অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করলে নিয়মনুযায়ী ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে দায়িত্ব থেকেও অব্যহতি প্রদান করা হয়।

পরীক্ষাচলাকালিন সময়ে মুঠোফোন ব্যবহার করার অপরাধে শাহজাদপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে নবম শ্রেণীর ভকেশনাল শাখা থেকে ৪২টি, এবং উমুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ৩৯টি মুঠোফোন সহ ৮১ টি মুঠোফোন উদ্ধার করে জনসন্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


(এসএস/এসসি/নভেম্বর ১৫,২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test