E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২৪ এপ্রিল ২৪ ১৯:৪১:৫৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মালবাহী টলি ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী ভ্যান যাত্রী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার প্রধান সড়কের সেবা ক্লিনিকের সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভান্ডারখোলা গ্রামের আলী আকবার মোল্লার স্ত্রী রাহিলা বেগম (৭০) ও কাহালপুর গ্রামের আবু বকর মুন্সির ছেলে ভ্যান চালক আজাহার মুন্সি (৬০)। পুলিশ মালবাহী টলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, সকালে উপজেলার ভান্ডারখোলা গ্রামের আলী আকবার মোল্লার স্ত্রী রাহিলা বেগমকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ভ্যান চালক আজাহার মুন্সি। যাত্রীবাহী ভ্যানটি উপজেলা সদরের প্রধান সড়কের সেবা ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী টলি ভ্যানটি চাপা দেয়।

এসময়ে দুর্ঘটনাস্থলে ভ্যানযাত্রী রাহিলা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত ভ্যান চালক আজাহার মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার আগেই মালবাহী টলিটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ টলিটি আটক করে চালকে সনাক্তের চেষ্টা চালাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(এসএসএ/এএস/এপ্রিল ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test