E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৩, আহত ৬

২০২৪ মে ০৯ ২১:৪২:১৮
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৩, আহত ৬

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে এইকদিনে পৃথক দুর্ঘটনায়  পুলিশের এক এএসআই সহ তিনজন নিহত হয়েছে।আহত হয়েছে, আরেক পুলিশ কর্মকর্তাসহ আরো ৬ জন।

এর মধ্যে ট্রাকে পিষ্ট হয়ে পুলিশ,ট্রেনে কাঁটা পড়ে শিক্ষক ও ওষুধ বহনকারী কাভার্ট ভ্যানে এক মৎস্যজীবী।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর-দশমাইল মহা সড়কে নশিপুর স্কুল এন্ড কলেজ এর সামনে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের এএসআই মোঃ মমতাজ আলী নিহত হয়। এ সময় আহত হয় এএসআই মো আব্দুল জলিল। জলিলের ডান হাত ভেঙে গুরুতর জখম প্রাপ্ত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.জিন্নাহ আল-মামুন।

তিনি জানান,মোটর সাইকেল যোগে তারা দশমাইলের দিকে যাচ্ছিলেন।বিপরীত মুখি একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।

নিহত মমতাজ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বাসিন্দা।

একই দিনে সকাল ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে সামসুল হক (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে সামসুল হক (৭০) তিনি পেশায় একজন মৎস্যজীবী।

অপরদিকে বেলা পৌনে একটার দিকে ফুলবাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ডে স্বজনপুকুর গ্রামের রেললাইনে উপর পার্ব্বতীপুরগামী তিতুমীর এসপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা যান নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম (৭০) ।

নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম (৭০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী পলাতক রয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

(এসএএস/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test