E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দেশের অর্থনীতিতে অবদান 

সিআইপি হলেন ফরিদপুরের আপন ৩ ভাই 

২০২৪ মে ১১ ১৯:২৭:৫১
সিআইপি হলেন ফরিদপুরের আপন ৩ ভাই 

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক আয়ে বিশেষ অবদান রাখায় হামীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ এমপি ও তার আপন ২ ভাই সিআইপি কার্ড পেয়েছেন। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত এ কে আজাদ ছাড়া তার অপর দুই ভাই হলেন- হামীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন ও শারমিন গ্রুপের কর্ণধার ইসমাইল হোসেন।

এবার ১৮৪ জন দেশসেরা শিল্পপতিকে সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৪০ জন এবং পদাধিকার বলে এফবিসিসিআই’র ৪৪ জন পরিচালক সিআইপি কার্ড পেয়েছেন। ২০২২ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাদের নির্বাচিত করা হয়।

রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সম্প্রতি নির্বাচিতদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এতে ওভেন গার্মেন্টস একক ক্যাটাগরিতে সিআইপি কার্ড পেয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ এমপি। তার পক্ষে সিআইপি কার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ।

একই বিভাগে সিআইপি কার্ড পেয়েছেন সংসদ সদস্য এ কে আজাদের ভাই ও শারমিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন। আর টেক্সটাইল বিভাগে সিআইপি কার্ড পেয়েছেন এ কে আজাদের বড় ভাই ও হা-মীম ডেনিমের পরিচালক মো. মোতালেব হোসেন।

(আরআর/এসপি/মে ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test