E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুরে নকল শিশুখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান 

২০২৪ মে ১২ ১৯:৩২:০৩
গাজীপুরে নকল শিশুখাদ্য উৎপাদন কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে নকল শিশু খাদ্য উদপাদনকারী প্রতিষ্ঠান এবং একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে গাজীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার দুপুরে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, জেলা এনআইএস-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসন থানাধীন ইটাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে আব্দুর রশিদ ছাপড়া মসজিদের গলিতে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাণসহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস, চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল জব্দ করা হয়। অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি। নকল পণ্য উৎপাদনকারী চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে শিশু খাদ্যসহ অন্যান্য করে আসছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারখানাটিকে সাময়িকভাবে সিলগালা করে দিয়েছে। এছাড়া একই এলাকায় রসের মিষ্টি নামক একটি মিষ্টির দোকানে মেয়াদ ও মূল্য বিহীন কেক পাওয়ার অভিযোগে ওই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(এস/এসপি/মে ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test