E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় জুয়েলারি এসোসিয়েশনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা

২০২৪ মে ১৬ ১৩:৫৭:১১
সাতক্ষীরায় জুয়েলারি এসোসিয়েশনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জুয়েলারি এসোসিয়েশনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কোরাইশি রেস্তোরাঁয় এই আয়োজন করে জেলা জুয়েলার্স এসোসিয়েশন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) এর সহসভাপতি মোঃ রিপনুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১১ সাল থেকে জুয়েলারি এসোসিয়েশনের কোন নির্বাচন ছাড়াই কমিটি গঠিত হয়ে আসছে। ঢাকা থেকে অর্থের বিনিময়ে নির্বাচন ছাড়াই এই কমিটি বাস্তবায়ন করে নিয়ে আসা হয়। এটি বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানানো হয়। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের জন্য নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। কিন্তু গৌর দত্তসহ একটি প্রতিক্রিয়াশীল গ্রুপ যথাসময়ে সমিতির একাংশের সদস্যদের বাৎসরিক চাঁদা যথাসময়ে পরিশোধ না করায় ঠুনকো অভিযোগ তুলে তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দিয়ে কৌশলে গৌর দত্ত ও তার সহযোগীরা ষড়যন্ত্র শুরু করলে বিষয়টি বাজুস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। এরই ফলশ্রুতিতে বন্ধ হয় বাজুস সাতক্ষীরা শাখার ভক্কর চক্কর নির্বাচন।

জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বনিক, কার্যনির্বাহী সদস্য মোঃ ওয়াহেদুজ্জামান প্রমুখ।

(আরকে/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test