E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা

২০২৪ মে ১৬ ১৪:০৭:২১
নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা


ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দিন যতই ঘনিয়ে আসছে উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আগ্রহও যেন বেড়ে চলছে সমান তালে। নীলফামারী সদর উপজেলা পরিষদে তৃতীয় ধাপে ঘোষিত নির্বাচনে ১৩ প্রার্থী প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন । দিন-রাত এক করে দিয়ে বিভিন্ন এলাকায় চলে তাদের প্রচার প্রচারণা।

জেলা শহরের মূল সড়কসহ, গুরুত্বপূর্ণ স্থান এবং বিভিন্ন মহল্লার গলিতে ছড়িয়ে পড়ে প্রার্থীদের প্রচারণার মাইক। বিভিন্ন গানের সুরে প্রার্থীদের নামের সঙ্গে প্রতীকের প্রচারণায় ভোট প্রার্থনা করতে শোনা গেছে।

অপরদিকে প্রার্থীরাও পথসভা এবং উঠান বৈঠকে প্রচারণায় অংশ নিয়ে ভোট চেয়েছেন নিজ নিজ প্রতীকে।

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রাথী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। অপরদিকে হাতুড়ি প্রতীক নিয়ে পলাশবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রেখেছেন জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি তপন রায়।

দুর্নীতিমুক্ত আধুনিক স্মার্ট উপজেলা পরিষদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায়িআছেন তপন কুমার রায়। নামেন অপর চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী। একইভাবে এ পদের অপর দুই প্রার্থীও নামের প্রচারণায়।

এদিকে ঘরে বসে নেই ভাইস চেয়ারম্যান পদের পাঁচ প্রার্থী। তারা প্রতীক নিয়ে নামেন প্রচারণার মাঠে। এ পদের প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জ্যোর্তিময় রায় প্রতীক নিয়ে প্রচারণা চালান জেলা শহরের বিভিন্ন এলাকায়। অপরদিকে একই পদে সোনারায় ইউনিয়নের বিভিন্ন গ্রামেঘুরে প্রচারণা চালান পদটির অপর প্রার্থী সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক হর্ষ বর্ধন রায়। এ পদের অপর তিন প্রার্থীও প্রতীক পেয়ে নামেন প্রচারণার মাঠে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চার প্রার্থী। তাদের মধ্যে প্রতীক পেয়ে লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান জেলা যুব মহিলা লীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী। একই পদে প্রতীক নিয়ে চাপড়া সরমজানী এবং টুপামারী ইউনিয়নের বিভন্ন গ্রামে প্রচারণা চালান সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। পদটির অপর দুই প্রার্থীও একইভাবে নামেন প্রচালনায়।

উপজেলাটিতে তিনটি পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানকে আনারস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ঘোড়া, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি তপন কুমার রায় হাতুড়ি এবং জেলা জাতীয় পার্টির সদস্য তরিকুল ইসলাম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে হর্ষবর্ধন রায় চশমা, জ্যোর্তিময় রায় খোকন টিয়া পাখি, আখতারুজ্জামান সম্রাট তালা, আরিফ হোসেন উড়োজাহাজ এবং অনিমেষ রায় টিউবওয়েল প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে জেলা যুব মহিলা লীগের সভপতি বর্তমান ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী প্রজাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ফুটবল, জেসমিন আক্তার সার্থী কলস এবং মোছা. শিউলী আক্তার বানু হাঁস প্রতীক পেয়েছেন।

(ওআরকে/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test