E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার আন্দোলনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

২০২৪ মে ১৬ ১৯:২১:৪১
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার আন্দোলনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায়  হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশ আন্দোলনকারিরা বেলা ১ টায় আন্দোলনের কর্মসূচি তুলে নেয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ থেকে ১ টা পর্যন্ত নিহতের নিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে এলাকাবাসী এ বিক্ষোভ ও সমাবেশ করে।

এসময় বিক্ষুব্ধ জনতা হত্যাকান্ডের বিচারের দাবিতে সড়কের উপর টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে তার এ অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা এসময় বিভিন্ন শ্লোগান দেয়।

পরে আন্দোলন কর্মসূচিতে মোটরসাইকেল বহর নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা কর্মী কর্মসূচিতে যোগ দেয়। এতে আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।

সময়ে ওই সড়কে দুই উভয় পাশে ৩ কিলোমিটার এলাকা জুড়ে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা।

এ ঘটনায় এখানো মামলা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান।

আন্দোলনে নেতৃত্বদানকারী সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছবেদ আলী ভূঁইয়া তার বক্তব্য বলেন, বুধবার হত্যাকান্ডের প্রতিবাদে গোপালগঞ্জর চেচানিয়াকান্দি অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্ত হত্যাকান্ডের ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এজন্য বৃহস্পতিবার সাড়ে এগারোটা থেকে দাবি আদায়ের উদ্দেশ্য সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছি।

সমাবেশে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলি বলেন, নিহত ওসিকুর ভূঁইয়া ছিলেন আমার নির্বাচনী এজেন্ট। তাকে পরিকল্পিত ভাবে গুলি করে নৃশংসভাবে হত্যা করে আমার প্রতিপক্ষ । নিহত ওসিকুরের ছোট একটি ছেলে। কি অপরাধ ছিলো ওসিকুর। আজ তার সন্তন এতিম হলো। তার স্ত্রী ও মা-বোনকে কি জবাব দিবো? তাই দোষিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে আজ আন্দোলন তুলে নিলাম।

তিনি এ সময় প্রশাসনের প্রতি ওই হত্যা কান্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এতে ব্যর্থ হলে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান।

নিহতের মা জবেদ বেগম (৬৭) বলেন, আমার ওসিকুরের ৪ মাসের ছেলেকে যারা এতিম করলে তাদের ফাঁসি চাই। এতিম বাচ্চা কিভাবে বাচঁবে। আমার ছেলের খুনিদের পুলিশ গ্রেপ্তার না করলে আমি বাড়ি ফিরবো না।

ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কামরুজ্জামান লুটুল বলেন, ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণে সুষ্ঠু স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগন আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেছেন, ‘গোপালগঞ্জ জেলায় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’। নির্বাচনের পরে আমার নির্বাচনী বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছি। ১০ মে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গেলে আমি দিনব্যাপী সেখানেই সময় দিয়েছি। ১২ মে রাতে ব্যবসায়িক কাজে আমি ঢাকায় চলে আসি।

এর মধ্যে গোপালগঞ্চে নির্বাচন পরবর্তী কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু অতি দুঃখের বিষয় গত ১৪ মে আমাার নিজ গ্রামে মুরব্বীদের সামনে ধুমপান করাকে কেন্দ্র আমার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমি জানতে পারি একটি স্বার্থান্বেষী মহল সেই বিষয়টিকে প্রতিহিংসা পরায়ন হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এতে করে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যেতে পারে।

তিনি বলেন, আমি নিহতের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। একই সাথে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ওই দিন আমার নির্বাচনী অফিস, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ ফজলুল করিম সেলিম এমপির ছবি ভাংচুর করা হয়। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়া বাজারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে ওসিকুর নিহত হন। আহত হন আরও ১৫ জন। ওসিকুর পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক ছিলেন।

(এমএস/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test