E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘সার্বজনীন পেনশন স্কীমের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে’

২০২৪ মে ১৬ ২০:১১:৩০
‘সার্বজনীন পেনশন স্কীমের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেছেন, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন করেন। এই স্কীমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে সার্বজনীন পেনশন স্কীমের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। সার্বজনীন পেনশন স্কীম একটি নিরাপদ পেনশন স্কীম। এখানে টাকা জমা রাখলে একটি টাকাও নষ্ট হওয়ার কোন আশংকা নেই। সার্বজনীন পেনশন স্কীম মানেই সরকারি বিধানকে মেনে নিজের জীবন কে অর্থনৈতিক সচল করা এবং উত্তোরাধীকারকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করার একটি সুন্দর বিধান।

বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কীম কার্যক্রম বাস্তবায়ন কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরীর সঞ্চলনায় সার্বজনীন পেনশন স্কীমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, প্রাক্তন কমান্ডার মো: গোলাম জিলানী, আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিক্ষক সজল কুমার সরকার, আশরাফ উদ্দিন ভূঞা, শিক্ষক আব্দুস সাকী প্রমুখ।

এছাড়া সার্বজনীন পেনশন স্কীমের বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে ব্যাখা প্রদান করেন অগ্রনী ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক, যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

(এসবিএস/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test