E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঝিনাইদহ-১ উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগের নায়েব আলী

২০২৪ মে ১৮ ১৮:২৪:৫৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগের নায়েব আলী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।

শনিবার (১৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নায়েব আলী জয়ী হয়েছেন।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। তিনজন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নায়েব আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

(একে/এসপি/মে ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test