E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসা করছে নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশ 

২০২৪ মে ১৮ ১৯:২৫:০৩
পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসা করছে নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশ 

বিশেষ প্রতিনিধি : যাত্রার শুরু থেকেই এদেশের ভোক্তা সাধারণের কাছে বিশ্বমানের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড। এরই ধারাবাহিকতায় ক্রমবর্ধমান ভোক্তা চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম নতুন প্রোডাক্ট  বাজারে নিয়ে এসেছে। 

এছাড়াও কোম্পানিটি বিদেশি কিছু ব্রান্ডের পণ্যের বাজারজাত করছে। দেশের দুগ্ধ জাত পণ্যের বিপণনে কোম্পানিটি শীর্ষ অবস্থানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া কোম্পানির রয়েছে নিজস্ব কারখানা সহ আনুমানিক ৪০০ কোটি টাকার সম্পদ। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে বাংলাদেশে দুগ্ধজাত পণ্য বিপণন করছে নিউজিল্যান্ড ডেইরি। ডিপ্লোমা, রেড কাউ, রেড কাউ বাটার ওয়েল, ফার্মল্যান্ড, ফার্মল্যান্ড গোল্ড, শেপ আপ , ব্রান্ড ক্যালসি-প্রো রয়েছে তাদের বিপণনে।

২০১৪ সালে, কোম্পানি সব প্রকার খাবারের শৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়। নিউজিল্যান্ড ডেইরি ব্যবসার প্রসারে ডুডলস ইনস্ট্যান্ট নুডলস এবং ডুডলস স্টিক নুডলস নিয়ে আসে। কোম্পানির ঝুলিতে এছাড়াও রয়েছে ক্রাকার ব্রান্ডসমূহ: পর্পাস, ডিটোস এবং ক্রাকার কিং।

(আরআর/এসপি/মে ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test