E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত

২০২৪ মে ১৮ ১৯:২৭:৫০
কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে ধান কাটতে গিয়ে শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন- ধানকাটা শ্রমিক আফজাল হোসেন ও আমির হোসেন। তারা দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চকদফরপুর গ্রামের বাসিন্দা। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়রা জানায়, উপজেলার আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া নিয়ে নিহতরা এক সপ্তাহ ধরে আশপাশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতেন। শনিবার ভোরে বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের হযরত আলীর ধান ক্ষেতে তাঁরা ৬ জন শ্রমিক ধান কাটতে ছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে ধান ক্ষেত থেকে দৌঁড়ে বাড়িতে যাওয়ার সময় আফজাল ও আমীরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, শনিবার সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(এসএম/এসপি/মে ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test