E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঝিনাইদহে দুই উপজেলায় চেয়ারম্যান হলেন মন্নু ও টিপু

২০২৪ মে ২২ ১৪:৪১:১৯
ঝিনাইদহে দুই উপজেলায় চেয়ারম্যান হলেন মন্নু ও টিপু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে দুই উপজেলা পরিষদ নির্বাচনে শৈলকুপায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও হরিণাকুণ্ডুতে আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম টিপু বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে শৈলকুপা উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ৭৩ হাজার ৬৭৬ ভোট ও হরিণাকুণ্ডুতে আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম টিপু ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়েছেন।

শৈলকুপা উপজেলায় বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন মোল্লা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট। অপরদিকে হরিণাকুণ্ডু উপজেলায় বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা হামিদ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮৯৬ ভোট।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সকল ভোটকেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে তারা নির্বাচিত হয়েছেন।

(একে/এএস/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test