E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাদারীপুর হাসপাতালে চিকিৎসকসহ ৪ জনের উপর হামলা, আটক ২

২০২৪ মে ২২ ১৫:২৭:৫৪
মাদারীপুর হাসপাতালে চিকিৎসকসহ ৪ জনের উপর হামলা, আটক ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকসহ চারজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার (২১ মে) রাত সারে ৯ টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটেছে।

আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের আতিকুর রহমান জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার (২৪) ও ঝাউদি এলাকার মজিবর শেখের ছেলে রিফাত ইসলাম (২৪)।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের আতিকুর রহমান জমাদ্দারের ছেলে সাইফুল জমাদ্দার (২২) জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ড বয় সামচুর রহমান (৫৫)। এতে অসুস্থ সাইফুল জমাদ্দারের সঙ্গে থাকা তার ভাই হৃদয় জমাদ্দার ক্ষিপ্ত হয়ে উঠেন। হৃদয় ও তার সাথে থাকা লোকজন জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর উপর হামলা চালান। তাকে বাঁচাতে অন্য স্টাফরা এগিয়ে আসলে ওয়ার্ড বয় সামচুর রহমান (৩০), ট্রলিবয় হালান বেপারী (২৮) ও আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। এতে আহত ৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতালে ডাক্তার ও স্টাফদের উপর হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুইজনকে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test