E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে উপজেলা নির্বাচনে হেরে গেছেন দুই হেভিওয়েট চেয়ারম্যান

২০২৪ মে ২২ ১৯:২২:০৯
বাগেরহাটে উপজেলা নির্বাচনে হেরে গেছেন দুই হেভিওয়েট চেয়ারম্যান

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে দুই হ্যাভিওয়েট প্রার্থী ফকিরহাটের চেয়ারম্যান স্বপন দাস ও চিতলমারীর চেয়ারম্যান অশোক কুমার বড়াল দলের বিদ্রোহী তরুণ প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তবে, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম ছানা বিজয়ী হয়েছেন।

ফকিরহাটে বিজয়ি হয়েছেন নির্বাচনের প্রাক্কালে উপজেলা যুবলীগের স্থগিত কমিটির আহবায়ক বিদ্রোহী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু, চিতলমারী উপজেলায় যুবলীগের বহিস্কৃত সভাপতি বিদ্রোহী প্রার্থী আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী। উপজেলা নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগ দলীয় ভাবে কাউকে মনোনয়ন না দিলেও বাগেরহাটের এই তিন উপজেলায় দলীয় ভাবে প্রার্থী ঘোষণা করে তাদের বিজয়ি করতে কোমরকষে মাঠে নামেন দলটির উপজেলা ও জেলা নেতৃবৃন্দ। শত চেষ্টার পরও নির্বাচনে ফকিরহাটের চেয়ারম্যান স্বপন দাস ও চিতলমারীর চেয়ারম্যান অশোক কুমার বড়ালের পরাজয় ঠেকানো যায়নি। দুই বিদ্রোহী তরুন প্রার্থীর কাছ থেকে পরাজিত হতে হয়েছে এই দুই হ্যাভিওয়েট চেয়ারম্যানের।

ঘোষিত ফলাফলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মাটরসাইকেল) ৪৫ হাজার ৭৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, টানা দুবারের উপজেলা চেয়ারম্যান দলীয় প্রার্থী স্বপন দাস (আনারস) পেয়েছেন ৩০ হাজার ৩২০ ভোট।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের বহিস্কৃক সভাপতি প্রার্থী আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী (দোয়াত কলম)। দু’বারের উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলীয় প্রার্থী অশোক কুমার বড়াল (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২৯ হাজার ৯০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টানা দুবারের উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দলীয় প্রার্থী শাহিনুল আলম ছানা (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন (আনারস) পান ১৯ হাজার ৯৪৫ ভোট।

(এস/এসপি/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test