E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এমপি আনারের মরদেহ আসার অপেক্ষায় নেতাকর্মীরা

২০২৪ মে ২৩ ১৪:৩১:৪১
এমপি আনারের মরদেহ আসার অপেক্ষায় নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ আসার অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা।

গতকাল দুপুরে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ ঘটনা শোনার পর থেকেই কালীগঞ্জ ভূষণ সড়কে এমপি আনারের বাড়ির সামনে ভীড় করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা।

রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, এমপি মহোদয়ের মৃত্যুর খবরে আমরা স্তব্ধ হয়ে পড়েছি। এলাকাবাসীর একটাই দাবী তাঁর মরদেহ দ্রুত দেশে এনে আমদেরকে দেখার সুযোগ করে দেওয়া হোক।

কালীগঞ্জ সরাকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুব্রত কুমার নন্দী বলেন, আনার ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর মত একজন ব্যক্তিকে সন্ত্রাসীরা এভাবে কেনো হত্যা করলো?

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, আমরা এখন আর কিছুই চাচ্ছি না। শুধু একটাই চাওয়া এমপি মহোদয়ের মরদেহ অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। অন্তত তাঁর মৃতমুখ টা তো দেখতে পাবো।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

গতকাল দুপুরে পুলিশ জানায় কলকাতার একটি আবাসিক এলাকার ভবনে এমপি আনারকে হত্যা করা হয়েছে।

(একে/এএস/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test