E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৯৯৯ নাম্বারে কল করায় জীবন বাঁচলো এক নারীর

২০২৪ মে ২৫ ১২:৫৭:০২
৯৯৯ নাম্বারে কল করায় জীবন বাঁচলো এক নারীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : ৯৯৯ নাম্বারে কল করায় জীবন বাঁচল এক নারীর। বৃহস্পতিবার ভোর রাত ৩ টা ৫৫ মিনিটে ৯৯৯ নাম্বারে কল দেন জনৈক ব্যাক্তি। তিনি ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানান, কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিযনের রাজনগর গ্রামে এক নারী স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ঘর থেকে বেরিযে হাতে দড়ি নিয়ে বাড়ির পেছনে একটি গাছতলায় যান। সেখানে গিয়ে ঘোষণা দেন তাকে অত্যাচার নির্যাতন করায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবেন। তাকে অনেক অনুনয় বিনয় করেও বুঝাতে পারছিলেননা পরিবারের সদস্য ও স্বজনরা।

এ অবস্থার মধ্যে ওই বাড়ির এক সদস্য ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানানোর পর উদ্যোগী ভূমিকা নেয় কেন্দুয়া থানা পুলিশ।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পি পি এম (সেবা) জানান, ৯৯৯ নাম্বারে কল করায় বিষয়টি অবগত হয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আমি নিজেই ছুটে যাই। সেখানে ভুক্তভোগী ওই নারীকে আশ্বস্ত করা হয়, তাকে আর কোনদিন স্বামী ও স্বামীর পরিবার থেকে অত্যাচার নির্যাতন করা হবেনা।

ওসি মোঃ এনামুল হক আরও জানান ভুক্তভোগী নারী কাউন্সিলিং করা হয়।পরে তিনি পুলিশকে আশ্বস্ত করে বলেন, তাকে নির্যাতন না করা হলে তিনি আর কোনদিন এ পথে যাবেননা।

পুলিশও তাকে আশ্বস্ত করে বলেন, তাকে আর কোনদিন নির্যাতন করবেনা স্বামীর পরিবার।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান আকন্দ জানান,সন্ধ্যার পর উভয পক্ষকে থানায় ডেকে নেয়া হয়েছে। সাথে বৈঠকে রয়েছেন ৫ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শিশু হিজড়া। সেখানে বসেই মিটমাট করা হবে।

ওসি মোঃ এনামুল হক বলেন, থানায় সকলকে নিয়ে বসেছি। আলোচনা করে স্বামী স্ত্রীর বিরোধ মিটিয়ে সুন্দরভাবে ঘর সংসার করার চেষ্টা করছি। আশা করি সফল হবো।

(এসবিএস/এএস/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test