E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ডাম্প ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

২০২৪ মে ২৫ ১৭:১৩:৫২
সাতক্ষীরায় ডাম্প ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডাম্প ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কলেজ ছাত্র হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে পলাশ আউলিয়া (১৯)। পলাশ উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয়রা ঘাতক ডাম্প ট্রাকটি আটক করেছে।

নিহতের সহপাঠী সাদিক হোসেন জানান, তারা দুই বন্ধু বাড়ি থেকে মটর সাইকেলযোগে কলেজে যাচ্ছিল। বড়কুপোট এলাকায় পৌঁছানোর পর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জামান ব্রিকস নামীয় প্রতিষ্ঠান থেকে দ্রুত গতিতে ডাম্প ট্রাকটি মূল সড়কে ওঠার চেষ্টা করে। এসময় ডাম্প ট্রাকের অগ্রভাগ দিয়ে পিছনে ধাক্কা দেয়া হলে মোটরসাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়েন। একপর্যায়ে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পলাশ ঘটনাস্থলে নিহত হয়। সাদিক আরও জানায়, ১৫ থেকে ১৬ বছর বয়সী এক তরুণ ডাম্প ট্রাকের চালকের আসনে ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, চাকার নীচে পড়ে ফুসফুস ফেটে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাত্র দু’দিন আগেও উপজেলার হায়বাদপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়। দ্রুত এসব অবৈধ ডাম্পার ট্রাকসহ অপ্রাপ্ত বয়স্ক চালকদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

(আরকে/এসপি/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test